গতবারের চেয়ে বড় জয়ের প্রত্যাশা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২০, ২১:৪১ আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০৪:১২
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। তার জয়ের দৃঢ় সম্ভাবনা রয়েছে এবং তিনি এবার গতবারের চেয়েও বেশি ইলেক্টোরাল ভোট পাবেন। নির্বাচনের ভোটগ্রহণের দিন সকালে হোয়াইট হাউস থেকে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রত্যাশার কথা জানান। খবর ফক্সনিউজের।
তিনি বলেন, ‘গতবার আমি ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়েছিলাম এবং সেটা অনেক বড় সংখ্যা ছিল। আমি মনে করি এবার তার চেয়ে বেশি ভোট পাবো। সে সংখ্যাটা এবার টপকে যাবো। আমি মনে করি, আমাদের আরও ভালো কিছু হবে। আমরা যেসব কাজ করেছি তার প্রশংসা করেন জনগণ।’
মিশিগানে সাম্প্রতিক সমাবেশে বিপুল জমায়েতের প্রসঙ্গ টেনে একে ইতিবাচক লক্ষণ বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘ভালো, আমাদের খুব ভালো লাগছে।’ এরপর এই রিপাবলিকান নেতা বলেন, ‘জয়ের দৃঢ় সম্ভাবনা’ আছে বলে বিশ্বাস করেন তিনি।
ট্রাম্প বলেন, আমরা টেক্সাসে জিতবো। একইভাবে ফ্লোরিডা, আরিজোনা, ও নর্থ ক্যারোলিনায় ও জয় পাবো। আমি মনে করি পেনসেলভেনিয়ায় আমি অনেক ভালো করবো।
এই সময় ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিসের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘যদি তিনি প্রথম নারী ভাইস- প্রেসিডেন্ট হন তবে এটি আমাদের দেশের জন্য খুব জঘন্য হবে। তিনি এর উপযুক্তই নন।’
বাংলাদেশ জার্নাল/নকি
আমেরিকা নির্বাচনের আরো খবর:
> নির্বাচনী সহিংসতার শঙ্কায় উদ্বিগ্ন গোটা আমেরিকা
> এক কেন্দ্রে ট্রাম্প অন্যটিতে বাইডেন জয়ী
> আমেরিকা নির্বাচনের ফল জানা যাবে কখন?
> ট্রাম্পের ফল জালিয়াতি ঠেকাতে প্রস্তুত কংগ্রেস
> নিউ হ্যাম্পশায়ার থেকে ভোটের লড়াই শুরু
> মার্কিন নির্বাচনের নানা নাটকীয় ঘটনা
> ‘আমি ওবামা, প্রেসিডেন্ট ছিলাম, মনে আছে তো?’
> মার্কিন নির্বাচনে ‘সামাজিক মাধ্যম’ নিয়ে বিতর্ক
> এবারের মোট ভোটার ও নির্বাচন প্রক্রিয়া
> নির্বাচনের রাতে হোয়াইট হাউসে ট্রাম্পের পার্টি
> ইলেকটোরাল পদ্ধতি ও মার্কিন নির্বাচন