পূজায় ঢোল বাজিয়ে মাত করলেন মেয়র আতিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৯, ১০:০৬
সারা দেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করছে হিন্দু ধর্মাবলম্বীরা। তাদের সঙ্গে ঢোল বাজিয়ে আনন্দে একাকার হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
শুক্রবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে যান মেয়র। সেখানে তিনি আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন। এরপরই সার্বজনীন এই উৎসবে শরিক হন তিনি।
ঢোল নিয়ে নিজেই বাজাতে শুরু করেন। তাকে ঘিরে নাচছিলেন সবাই। মেয়রের ঢোল বাজানো দেখে আনন্দে নেচে উঠেন সেখানে উপস্থিতি অনেকেই। হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারদিক। মেয়রের ঢোল বাজানোর এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এদিকে মেয়রের ঢোল বাজানোতে আলোচনা-সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কেউ বলছেন- মুসলিম হিসেবে ঢোল বাজানো উচিত হয়নি মেয়র আতিকের।
আবার কেউ কেউ বলছেন- নগরের মেয়র হিসেবে তিনি সার্বজনীন। তিনি ব্যক্তি হিসেবে না, বরং মেয়র হিসেবে এমনটা করতেই পারেন।
বাংলাদেশ জার্নাল/কেআই