একই হোটেলে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৬
রাত পোহালেই এই মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’। ইউরোপিয়ান ফুটবলের দুই দৈত্য় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হচ্ছে মহারণে। হাইভোল্টেজ ম্য়াচের উত্তাপ বাড়তে শুরু করে দিয়েছে। সারা পৃথিবীর ফুটবল ফ্য়ানেরা অপেক্ষা করে থাকেন এই ম্য়াচের জন্য়।
খেলা হবে ন্যু ক্যাম্পে। কিন্তু বার্সেলোনায় অশান্তির জেরে লা লিগায়, এল ক্লাসিকোর আগে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ দলকে একই হোটেলে থাকতে হচ্ছে।
কাতালুনিয়াকে আলাদা রাজ্যের দাবিতে বিক্ষোভ চলছেই বার্সেলোনায়। তাই এল ক্লাসিকোর আগে নিরাপত্তার কারণে একই হোটেলে থাকতে হচ্ছে মেসি-মদ্রিচদের। শুধু তাই নয় এবার আলাদা-আলাদা গাড়িতে স্টেডিয়ামে যেতে পারবেন না লিওনেল মেসিরা। টিম বাসে স্টেডিয়ামে যেতে হবে পিকে-লুই সুয়ারেজদের।
প্রথমে ২৬ অক্টোবর এল ক্লাসিকো হওয়ার কথা ছিল। কিন্তু অশান্তির জেরেই ম্যাচ পিছিয়ে দেওয়া হয়।