ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

নেইমারের শ্রেষ্ঠত্বের পাঁচটি কারণ

  স্পোর্টস ডেস্কঃ

প্রকাশ : ২৫ আগস্ট ২০১৭, ২০:০৬  
আপডেট :
 ২৫ আগস্ট ২০১৭, ২০:২৮

নেইমারের শ্রেষ্ঠত্বের পাঁচটি কারণ

দলবদলের রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র। বার্সার সাবেক এই ফরোয়ার্ডের দলবদল নিয়ে সরগরম ছিল ফুটবল বিশ্ব। ২২২ মিলিয়নের এই ট্রান্সফারে বর্তমানে নেইমারই সবচেয়ে দামী খেলোয়াড়। এর আগের রেকর্ডটি ছিল পল পগবার দখলে। ম্যানচেষ্টার ইউনাইটেড তাকে দলে ভিড়িয়েছিল ১৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে।

তবে ফুটবলীয় স্কিল, গ্ল্যামার সবকিছু মিলিয়ে এখন নেইমারকে মনে করা হয় বর্তমান সময়ের সেরা ফুটবলার। এবং আগামীতেও ফুটবল বিশ্বে রাজত্ব করবেন নেইমার। এমনটাই মনে করেন ফুটবল সংশ্লিষ্টরা।

নেইমার যে বর্তমান ফুটবলের মোস্ট ওয়ান্টেড, এই কথায় কারো দ্বিমত থাকতে পারে না। নেইমার কেন বর্তমান সময়ের সেরা ফুটবলার, বাংলাদেশ জার্নালের পাঠকদের সুবিধার্থে তার পাঁচটি ব্যাখ্যা দেওয়া হলো।

সবার আগ্রহের কেন্দ্রে নেইমারঃ

ফুটবল বিশ্বে বর্তমানে নেইমার একটি ব্রান্ডেরও নাম। বড় বড় ক্লাবগুলো তাকে পেতে মরিয়া। রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে যাওয়ার আগেও নেইমারকে দলে ভিড়াতে চেয়েছিল বড় বড় ক্লাবগুলো। এমনকি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও চেয়েছিল নেইমারকে দলে টানতে। ইংলিশ জায়ান্ট ম্যানচেষ্টার ইউনাইটেডও দলে চেয়েছিল নেইমারকে। এমনকি গত বছর কানাঘুষা চলছিল, নেইমার চলে যাচ্ছে ম্যানইউতে। তবে শেষ মূহুর্তের সিদ্ধান্তে নেইমার থেকে যান বার্সাতে।

নেইমারের আদর্শ:

সব ফুটবলারদের সাথে মেসি ও রোনালদোর তুলনা করতে পছন্দ করেন ফুটবল সমর্থকরা। কিন্তু কোন উইঙ্গার যদি নিজের সেরা পারফরম্যান্স দেখায়, তাহলে তার সাথে তুলনা করা হয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের। কিলিয়ান এমবান্নে এবং ইডেন হ্যাজার্ডকে তুলনা করা হয়েছে নেইমারের সঙ্গে।

বয়সে এখনও তরুণ:‌

নেইমারের বয়স এখন মাত্র ২৫। ফুটবল সংশ্লিষ্টদের মতে, আরও সাত বছর বিশ্বের সেরা ক্লাবগুলোর প্রতিনিধিত্ব করবেন নেইমার। মেসি ও রোনালদোর সাথে তুলনা করলে মেসি এখনো ছোট। তাই এখনো সেরাটা দেওয়ার সময় আসেনি নেইমারের। তারপরেও এই বয়সেই পারফরম্যান্স বিবেচনায় ছাপিয়ে যাচ্ছেন মেসি-রোনালদোকে। ক্লাব ও জাতীয় দলে পারফরম্যান্স করছেন নিয়মিত। ব্রাজিলের সর্বকালের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। এছাড়া ক্লাব ফুটবলের পারফরম্যান্স তো তার নিয়মিত। তবে সর্বোচ্চ পর্যায়ে যেতে হলে তাকে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ জিততে হবে।

নেইমার বড় ম্যাচের নায়ক:‌

নেইমারকে ধরা হয় বড় ম্যাচের নায়ক হিসেবে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে প্রথম লেগে বার্সেলোনা ৪–০ গোলে পিছিয়ে গেলেও নেইমার জাদুতেই কামব্যাক করেছিল কাতালান ক্লাবটি। সেই ম্যাচে নিজে দুটি গোল করেন এবং পাশাপাশি সতীর্থদের দিয়ে দুটো গোল করিয়েছেন নেইমার। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই ম্যাচটিকেই ধরা হয় সবচেয়ে সেরা কামব্যাক হিসেবে। ‌

মেসি–রোনালদোর চেয়েও এগিয়ে নেইমার:‌

পরিসংখ্যান ঘেটে দেখা যায়, শেষ মৌসুমে লা লিগার ২৬টি ম্যাচে সতীর্থদের দিয়ে ৯টি গোল করিয়েছেন নেইমার। অন্যদিকে ২৭টি ম্যাচ থেকে মেসি ৭টি আর ২৪টি ম্যাচ থেকে রোনালদো গোল করিয়েছেন মাত্র ৬টিতে। এতেই বোঝা যায় নেইমার কেন অনন্য, নেইমার কেন শ্রেষ্ঠ ফুটবলার।

টিআই

  • সর্বশেষ
  • পঠিত