ওয়ানডে র্যাঙ্কিং: দুইয়ে পাকিস্তান, শীর্ষে ভারত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৯ আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৩
![ওয়ানডে র্যাঙ্কিং: দুইয়ে পাকিস্তান, শীর্ষে ভারত](/assets/news_photos/2025/02/13/image-284355-1739449311bdjournal.jpg)
চ্যাম্পিয়নস ট্রফির আগে সুখবর পেল পাকিস্তান। আইসিসি দলীয় র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চ্যাম্পিয়নস ট্রফির স্বাগতিকেরা। গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠা পাকিস্তান এক ধাপ এগিয়েছে আজ বৃহস্পতিবার হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে পাকিস্তানের রেটিং পয়েন্ট ১১১। গতকাল শ্রীলঙ্কার কাছে হারা অস্ট্রেলিয়ারও পয়েন্ট ১১১। তবে নির্ধারিত সময়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার চেয়ে কম ম্যাচ খেলা পাকিস্তান ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় উঠেছে দুইয়ে। শ্রীলঙ্কার কাছে হেরে অস্ট্রেলিয়া খুইয়েছে ২ পয়েন্ট, অন্যদিকে এক জয়ে পাকিস্তানেরও পয়েন্ট বেড়েছে ২টি।
ইংল্যান্ডকে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই করা ভারতই সবার ওপরে। ১১৯ রেটিং পয়েন্ট দলটির। ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারানো ভারতের রেটিং পয়েন্ট বেড়েছে ১টি। ধবলধোলাই হওয়া ইংল্যান্ডের রেটিং পয়েন্ট এক কমে হয়েছে ৯২।
পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট বেড়েছে ২টি। ১০২ পয়েন্ট পাঁচ থেকে চারে উঠেছে কিউইরা। ওই টুর্নামেন্ট থেকে বাদ পড়া দক্ষিণ আফ্রিকা চার থেকে পাঁচে নেমে গেছে। দলটি পয়েন্ট হারিয়েছে ৩টি।
৮১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে আগের মতো নয়েই।
আইসিসি ওয়ানডে দলীয় র্যাঙ্কিং
ক্রম | দল | পয়েন্ট |
---|---|---|
১ (–) | ভারত | ১১৯ |
২ (+১) | পাকিস্তান | ১১১ |
৩ (–১) | অস্ট্রেলিয়া | ১১১ |
৪ (+১) | নিউজিল্যান্ড | ১০২ |
৫ (–১) | দক্ষিণ আফ্রিকা | ৯৯ |
৬ (–) | শ্রীলঙ্কা | ৯৮ |
৭ (–) | ইংল্যান্ড | ৯২ |
৮ (–) | আফগানিস্তান | ৮৬ |
৯ (–) | বাংলাদেশ | ৮১ |
১০ (–) | ওয়েস্ট ইন্ডিজ | ৭৮ |
বাংলাদেশ জার্নাল/এনবি