ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

বিপিএলে কে জিতলেন কোন পুরস্কার, কত টাকা পেলেন

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৩

বিপিএলে কে জিতলেন কোন পুরস্কার, কত টাকা পেলেন
বিপিএলে কে জিতলেন কোন পুরস্কার, কত টাকা পেলেন। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হাইভোল্টেজ ফাইনালের মধ্য দিয়ে ২০২৫ বিপিএলের পর্দা নামলো। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শিরোপা নির্ধারণী ম্যাচে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল।

বিপিএলের এবারের আসরের প্রাইজমানিতে পরিবর্তন আনা হয়েছে। এবারের আসরে মোট ১০টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়।

চ্যাম্পিয়ন দল হিসেবে ফরচুন বরিশাল পায় ২ কোটি ৫০ লাখ টাকা। রানার্সআপ দল চিটাগং কিংস পায় ১ কোটি ৫০ লাখ টাকা। দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে বাদ পড়া খুলনা টাইগার্স পায় ৬০ লাখ টাকা এবং এলিমিনেটর থেকে বাদ পড়া রংপুর রাইডার্স পায় ৪০ লাখ টাকা।

এছাড়াও ব্যক্তিগত পুরস্কারের অংশ হিসেবে ফাইনালের ম্যাচ সেরা তামিম ইকবাল (২৯ বলে ৫৪ রান) পেয়েছেন ৫ লাখ টাকা। টুর্নামেন্ট সেরা হয়েছে খুলনার মেহেদি হাসান মিরাজ (৩৫৫ রান ও ১৩ উইকেট) পেয়েছেন ১০ লাখ টাকা। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে নাঈম শেখ (৫১১ রান) পেয়েছেন ৫ লাখ টাকা।

সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ (১২ ম্যাচে ২৫ উইকেট) পেয়েছেন ৫ লাখ টাকা। সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে তানজিদ হাসান তামিম (১২ ইনিংসে ৪৮৫ রান) পেয়েছেন ৩ লাখ টাকা। সেরা ফিল্ডার হিসেবে মুশফিকুর রহিম (১৪ ডিসমিসাল) পেয়েছেন ৩ লাখ টাকা।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত