ঢাকা, শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

বিপিএল ফাইনাল: বরিশালের বিপক্ষে ব্যাটিংয়ে চিটাগাং

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৭  
আপডেট :
 ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৮

বিপিএল ফাইনাল: বরিশালের বিপক্ষে ব্যাটিংয়ে চিটাগাং
সংগৃহীত ছবি

দেশের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে আজ ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামছে চিটাগাং কিংস।

জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি লিগের বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল। টানা দ্বিতীয়বারের মত এবারও শিরোপার লড়াইয়ে তামিম ইকবালের দল। ট্রফি ধরে রাখার মিশনে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুরে টসে জিতেছেন তামিম, চিটাগাংয়ের বিপক্ষে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিপিএলের গত আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়াস্নকে হারিয়ে শিরোপা জিতেছিল বরিশাল। সবমিলিয়ে সবশেষ চার মৌসুমে এবার নিয়ে তৃতীয়বারের মত ফাইনাল খেলছে দলটি।

এদিকে চিটাগাংয়ের জন্য প্রথম শিরোপা জয়ের সুযোগ এবার। এর আগে ২০১৩ সালে একবার ফাইনাল খেলেছিল বন্দর নগরীর ফ্র্যাঞ্চাইজিটি।

শিরোপা ধরে রাখার মিশনে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে বরিশাল। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী ও মোহাম্মদ আলী খেলবেন আজ। এদিকে চিটাগাং আজ মাঠে নেমেছে আলিস আল ইসলামকে ছাড়াই, তাঁর বদলে দলে আছেন নাইম ইসলাম।

ফরচুন বরিশাল একাদশ- তামিম ইকবাল (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ডেভিড মালান, কাইল মায়ের্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তানভীর ইসলাম ও মোহাম্মদ আলি।

চিটাগং কিংস একাদশ- খাজা নাফে, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), হোসাইন তালাত, শামীম হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নাইম ইসলাম, আরাফাত সানি ও বিনুরা ফার্নান্দো।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত