ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১ আপডেট : ৮ ঘন্টা আগে
শিরোনাম

আইসিসির বর্ষসেরা ওয়ানডে-টেস্ট একাদশে জায়গা পেলেন যারা

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১৮:৩৫  
আপডেট :
 ২৪ জানুয়ারি ২০২৫, ২১:৩০

আইসিসির বর্ষসেরা ওয়ানডে-টেস্ট একাদশে জায়গা পেলেন যারা

আইসিসির পক্ষ থেকে ২০২৪ সালের বর্ষসেরা ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। শুক্রবার পুরুষদের টেস্ট এবং ওডিআই দলের পাশাপাশি নারীদের একদিনের দলও প্রকাশ করা হয়েছে।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাননি ভারতের কোনো ক্রিকেটার। সেটির যুক্তি সই কারণ—২০২৪ সালে ভারত খেলেছিল কেবল তিনটি ওয়ানডে। এর মধ্যে হেরেছিল দুই ম্যাচ। তবে গত বছর ভারতের টেস্ট খেলার সংখ্যা ছিল বেশি। এর কল্যাণে টেস্টে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন একাধিক ক্রিকেটার। আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশেও তাই ভারতের—জায়গা পেয়েছেন তিন ক্রিকেটার।

ঘোষিত তিনটি একাদশেই জায়গা মেলেনি বাংলাদেশের কারও। যদিও ক্রিকইনফো ও উইজডেনের বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় এর আগে যোগ হয়েছিল তাসকিন আহমেদের নাম। তবে আইসিসির বিবেচনায় বর্ষসেরা দলে থাকতে পারলেন না তিনি।

আইসিসির বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়ার দলনায়ক প্যাট কামিন্সকে। আর বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে আইসিসি রেখেছে শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কাকে।

আইসিসির বর্ষসেরা পুরুষ ওয়ানডে একাদশ: সাইম আইয়ুব, রহমানউল্লাহ গুরবাজ, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, আজমতউল্লাহ ওমরজাই, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আল্লাহ মোহাম্মদ গাজানফার।

আইসিসির বর্ষসেরা পুরুষ টেস্ট একাদশ: যশস্বী জয়সওয়াল, বেন ডাকেট, কেইন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমি স্মিথ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি ও জাসপ্রিত বুমরাহ।

আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে একাদশ: স্মৃতি মান্দানা, লরা উলভার্ট (অধিনায়ক), চামারি আতাপাত্তু, হেইলি ম্যাথিউস, মারিজেন ক্যাপ, অ্যাশলে গার্ডনার, আনাবেল সাদারল্যান্ড, অ্যামি জোন্স (উইকেটরক্ষক), দিপ্তী শর্মা, সোফি এক্লেস্টন ও ক্যাট ক্রস।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত