ঢাকা, রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

নেপালকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:৪৫  
আপডেট :
 ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:৫৬

নেপালকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
ছবি: সংগৃহীত

নেপালকে হারিয়ে সহজ জয়ে বিশ্বকাপে শুরুটা ভালো হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের। এদিকে দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন সানা পারভিন। জবাবে খেলতে নেমে ১৩ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। শনিবার (১৮ জানুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৫২ রানের বেশি করতে পারেনি নেপাল অনূর্ধ্ব-১৯ দল।

এদিন শুরু থেকেই ভুগেছে নেপালের ব্যাটাররা। ইনিংসের তৃতীয় ওভারে সাবিত্রি ধামীকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন নিশিতা নিশি। তিনে নেমে জুটি গড়ার চেষ্টা করেন পূজা মহৌত্র। তবে ১৮ বল খেলে মাত্র ২ রান করেছেন তিনি।

অধিনায়ক ফেরার পর আর কেউই সানা পারভিনকে সঙ্গ দিতে পারেননি। বাকিদের আসা-যাওয়ার মিছিলে একমাত্র ব্যতিক্রমক ছিলেন সানা। ৩২ বলে ১৯ এসেছে তার ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে ১১ রানে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার জান্নাতুল মাওয়া। তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন আনিসা আক্তার সুবা, ফাহমিদা ছোঁয়া ও নিশি।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত