বরিশালের সঙ্গে হেরে সবার তলানিতে ঢাকা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১৭:২০
চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই ঢাকা ক্যাপিটালসকে হেসে খেলে ৮ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বরিশালকে ১৪০ রানের সহজ লক্ষ্য দিয়েছে ঢাকা ক্যাপিটালস। জবাব দিতে নেমে ২৪ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল। এতে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে ঢাকা। ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই হেরেছে রাজধানীর দলটি।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের ৩ বলে ২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। তবে ডেভিড মালানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন তামিম ইকবাল। দুজনের ব্যাটে ভর করে ১২ ওভারেই ১০০ রান তোলে বরিশাল।
৪৪ বলে ফিফটি তুলে নেন তামিম। তবে এরপর পিচে বেশিক্ষণ থাকতে পারেনি তিনি। ৪৮ বলে ৬১ রান করে বোল্ড হন তিনি। শেষ পর্যন্ত জাহাবাদ খানের ৪ বলের ১৩ রান এবং মালানের ৪১ বলের অপরাজিত ৪৯ রানে ভর করে ২৪ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল।
ঢাকা ক্যাপিটালসের হয়ে আবু জায়েদ রাহি এবং থিসারা পেরেরা একটি করে উইকেট শিকার করেন।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকা ক্যাপিটালসের। ১৭ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন ওপেনার লিটন। তিন ব্যাট করতে এসে খালি হাতে ফেরেন মুনিম শাহরিয়ারও।
এরপর জেপি কোটজে (৮) এবং সাব্বির রহমান (১০) এবং থিসারা পেরেরা শূন্য রানে আউট হলে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন তানজিদ তামিম। ৩৯ বলে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ওপেনার। ১১ বলে ১১ রান করে তাকে সঙ্গ দেন মোসাদ্দেক।
৪৪ বলে ৬২ রান করে উইকেটের পিছনে ক্যাচ আউট হন তামিম। ১ রান করে রান আউট হন চতুরাঙ্গা ডি সিলভা। শেষ দিকে ব্যাট চালাতে থাকেন ফরমানুল্লাহ। ১৬ বলে ২২ রান করে এই বাঁহাতি ব্যাটার আউট হলে ৩ বল হাতে থাকতেই ১৩৯ রানে অলআউট হয়েছিল ঢাকা।
গত ম্যাচেই স্কোরবোর্ডে আড়াইশর বেশি রান তুলে হুঙ্কার দেখিয়েছিল ঢাকা ক্যাপিটালস। টানা হারের পর বড় জয়ে যেন ভিন্ন কিছুর বার্তা দিয়েছিল ঢাকা। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে এক ম্যাচ বাদেই মুদ্রার উল্টোপিঠ দেখল রাজধানীর দলটি। চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারলো ঢাকা।
এই জয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এলো বরিশাল। তাদের পয়েন্ট এখন ৬ ম্যাচে ৮। সর্বোচ্চ ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে রংপুর রাইডার্স আর ৮ ম্যাচের মধ্যে ৭টি হেরে ঢাকার অবস্থান সবার তলানিতে।
বাংলাদেশ জার্নাল/এনবি