ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

বিপিএল

ঢাকার টানা ষষ্ঠ হার

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ২২:৪৯

ঢাকার টানা ষষ্ঠ হার
ছবি: সংগৃহীত

১৯৪ রানের লক্ষ্য দিয়েও জয়ের দেখা পেল না ঢাকা ক্যাপিটালস। নড়বড়ে শুরুর পরও দারুণ দৃঢ়তায় সে লক্ষ্য ৮ বল ও ৩ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স।

এর মাধ্যমে চতুর্থ ম্যাচে এসে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেল দলটি, আর টানা ষষ্ঠ হারে পর্যবসিত হয়েছে চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস।

ব্যাট হাতে ব্যর্থতার দরুন আগের ম্যাচে বাদ পড়েছিলেন লিটন দাস। আজ (শুক্রবার) ঢাকা ক্যাপিটালসের একাদশে ফিরেই তিনি ঝড় তুলেছেন। আগে ব্যাট করতে নেমে তার দলও পায় ১৯৩ রানের বড় পুঁজি।

লক্ষ্য তাড়ায় ঘরের মাঠে জাকির হাসানের ২৫ বলে হাফ সেঞ্চুরি এবং রনি তালুকদার, জাকের আলী অনিক এবং আরিফুল হকের ফিনিশিংয়ে ঢাকা ক্যাপিটালসকে তিন উইকেটে হারিয়ে জয়ের খাতা খুলল সিলেট স্ট্রাইকার্স। চতুর্থ ম্যাচে আসরে এটি তাদের প্রথম জয়। অপরদিকে ঢাকা এ নিয়ে ছয়টি ম্যাচ হারল।

সিলেটের হয়ে আজ ওপেনিংয়ে নামেন রাকিম কর্নওয়াল ও জর্জ মুন্সি। তবে ইনিংসের প্রথম বলেই এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান রাকিম কর্নওয়াল। তার বিদায়ে শূন্য রানেই ওপেনিং জুটি ভাঙে সিলেটের।

রাকিম কর্নওয়ালের পর দ্রুত সাজঘরে ফিরে যান জর্জ মুন্সিও। ৮ বলে ১১ রান করে আবু জায়েদ রাহীর বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ১৯ রানেই ২ উইকেট হারিয়ে বসে সিলেট।

১৯ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ে দলের হাল ধরার চেষ্টা করেন জাকির হাসান ও অ্যারন জোন্স। তবে বেশিদূর এগোনোর আগেই এই জুটিকে থামান ফরমাউল্লাহ সাফি। ফরমাউল্লাহ সাফির বলে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান অ্যারন জোন্স। আউট হওয়ার আগে করেন ৮ বলে ১৪ রান। তার বিদায়ে ভাঙে ২৩ রানের জুটি।

অ্যারন জোন্স ফিরে গেলে নাহিদুল ইসলামকে নিয়ে লড়াই চালিয়ে যাওযার চেষ্টা করেন জাকির হাসান। তবে দলীয় ৮৮ রানে নাহিদুল ইসলাম ফিরে গেলে ৪৬ রানে ভেঙে যায় এই জুটি।

নাহিদুল ইসলামের বিদায়ের পর ক্রিজে আসেন রনি তালুকদার। এক প্রান্ত আগলে রেখে আজ ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন জাকির হাসান।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত