বিপিএল
মাহমুদউল্লাহ-ফাহিমের তাণ্ডবে রাজশাহীকে সহজেই হারাল বরিশাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৬
দল বিপদে পড়লেই যেন মাহমুদউল্লাহ রিয়াদ হয়ে ওঠেন দুর্দান্ত। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ঘরোয়া ক্রিকেট, মাহমুদউল্লাহ জ্বলে ওঠেন এমন পরিস্থিতিতে। মিরপুরে আজ (সোমবার) তিনি দুর্বার রাজশাহীর বিপক্ষে তুলেছেন ঝড়। তাঁর সঙ্গে তাণ্ডব চালিয়েছেন পাকিস্তানের ফাহিম আশরাফও।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম মৌসুমে আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। ২০০ ছুঁইছুঁই লক্ষ্যে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে যখন বরিশাল চোখে সর্ষেফুল দেখতে থাকে, তখনই ঢাল হয়ে দাঁড়িয়ে যান মাহমুদউল্লাহ। ২৩ বলে তুলে নিয়েছেন ফিফটি। পাশাপাশি ফাহিমের বিধ্বংসী ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখে ৪ উইকেটের সহজ জয় পায় বরিশাল।
১৯৮ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বরিশাল। নাজমুল হোসেন শান্তকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জিসান আলম। রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে রাজশাহীর বোলারদের ওপর চড়াও হতে থাকে বরিশাল। আক্রমণাত্মক হতে গিয়ে তামিম ইকবালের বরিশাল উইকেটও হারাতে থাকে নিয়মিত বিরতিতে। ৮.১ ওভারে ৫ উইকেটে ৬১ রানে পরিণত হয় বরিশাল।
বিপদে পড়া বরিশাল সাত নম্বরে ব্যাটিংয়ে পাঠায় শাহিন শাহ আফ্রিদি। তিনি ও মাহমুদউল্লাহ পাল্টা আক্রমণ করেন রাজশাহীর ওপর। ষষ্ঠ উইকেটে ২৫ বলে ৫১ রানের জুটি গড়েন শাহিন ও মাহমুদউল্লাহ। ১৩তম ওভারের দ্বিতীয় বলে শাহিনকে ফিরিয়ে জুটি ভাঙেন তাসকিন আহমেদ। ডিপ স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ হারিস নিশ্চিত ছক্কা হওয়া বলকে ক্যাচে পরিণত করেন।
ফাহিম যখন ৮ নম্বরে নামেন, তখনো ৪৬ বলে ৮৬ রান দরকার হয় বরিশালের। মাহমুদউল্লাহ একপ্রান্তে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে গেলেও ফাহিম শুরুতে একটু সংগ্রাম করতে থাকেন। ১৫তম ওভারের শেষ ৩ বলে হাসান মুরাদকে ছক্কার হ্যাটট্রিক পূর্ণ করেন ফাহিম। তাণ্ডবটা ফাহিম চালিয়েছেন লাহিরু সামারাকুনের ওপর দিয়ে। ১৭তম ওভারে সামারাকুনকে ৩ ছক্কা ও ২ চার মারেন ফাহিম। বরিশালকে জয়সূচক রানটা এনে দিয়েছেন পাকিস্তানি এই অলরাউন্ডার। ১৯তম ওভারের প্রথম বলে মৃত্যুঞ্জয় চৌধুরীকে ছক্কা মেরে ফাহিম ম্যাচটা শেষ করেছেন।
সপ্তম উইকেটে মাহমুদউল্লাহ ও ফাহিমের ৩৫ বলে ৮৮ রানের অবিচ্ছেদ্য জুটিতে বরিশাল ১৮.১ ওভারে ৬ উইকেটে করে ২০০ রান। ইনিংস সর্বোচ্চ ৫৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাহমুদউল্লাহ। ২৬ বলে ৫ চার ও ২ ছক্কা মেরেছেন। বিপিএলে এটা তাঁর ১৩তম ফিফটি। ফাহিম ২১ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৭ ছক্কার সঙ্গে পাকিস্তানি এই অলরাউন্ডার মেরেছেন ১ চার।
এর আগে টস জিতে ফিল্ডিং নেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম। শুরুতে ধাক্কা খেলেও রাজশাহী ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৭ রান করে দলটি। ইনিংস সর্বোচ্চ ৯৪ রান করে অপরাজিত থাকেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। ৪৭ বলে ৭ চার ও ৮ ছক্কা মেরেছেন তিনি। বরিশালের কাইল মায়ার্স ৩ ওভারে ১৩ রানে নিয়েছেন ২ উইকেট।
বাংলাদেশ জার্নাল/এনবি