ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
চ্যাম্পিয়ন্স ট্রফি

দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করেছে আইসিসি। হাইব্রিড মডেলে আয়োজিত আসন্ন আসরের জন্য মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সূচি প্রকাশ করা হয়।

সূচিতে বাংলাদেশের জায়গা হয়েছে 'এ' গ্রুপে। সেখানে টাইগারদের লড়তে হবে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে।

গ্রুপ ‘বি’ তে আছে- ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

এবারের আসরের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে ভারত পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি জানানোয় তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি। ভারত যদি সেমিফাইনাল কিংবা ফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচ দুটিও হবে দুবাইয়ে।

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে টুর্নামেন্টের। ১৯ দিন ব্যাপী টুর্নামেন্টের পর্দা নামবে ৯ মার্চ। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে।

চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি:

তারিখ মুখোমুখি ভেন্যু
১৯ ফেব্রুয়ারি পাকিস্তান–নিউজিল্যান্ড করাচি
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ–ভারত দুবাই
২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা–আফগানিস্তান করাচি
২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া–ইংল্যান্ড লাহোর
২৩ ফেব্রুয়ারি পাকিস্তান–ভারত দুবাই
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ–নিউজিল্যান্ড রাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকা রাওয়ালপিন্ডি
২৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড–আফগানিস্তান লাহোর
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ–পাকিস্তান রাওয়ালপিন্ডি
২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া–আফগানিস্তান লাহোর
১ মার্চ ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা করাচি
২ মার্চ ভারত–নিউজিল্যান্ড দুবাই
৪ মার্চ ১ম সেমিফাইনাল দুবাই
৫ মার্চ ২য় সেমিফাইনাল লাহোর
৯ মার্চ ফাইনাল লাহোর

৮ দলের টুর্নামেন্টে সর্বমোট ১৫ টি ম্যাচ হবে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ ফেব্রুয়ারি। এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত