ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ আপডেট : ৫ ঘন্টা আগে
শিরোনাম

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ১৬:৩১  
আপডেট :
 ২০ ডিসেম্বর ২০২৪, ১৬:৪২

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
ছবি: সংগৃহীত

নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ক্রিকেটের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। শিরোপানির্ধারণী লড়াইয়ে বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে সোমবার।

শুক্রবার (২০ ডিসেম্বর) কুয়ালালামপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশ দল নেপালকে ৯ উইকেটে হারিয়েছে।

কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ কমে এসেছিল ১১ ওভারে।

শুরুতে ব্যাট করতে নামা নেপালের কেবল একজন ব্যাটারই ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কের ঘরে নিতে পারেন। ১২ বলে ১১ রান করা সাব্রিতি ধামি রান আউট হন। এর বাইরে দ্বিতীয় সর্বোচ্চ ১১ বলে ৯ রান করেন পূজা মাহোতো। বাংলাদেশের পক্ষে ৩ ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট নেন ফারজানা ইয়াসমিন।

রান তাড়ায় নেমে কোনো উইকেট না হারিয়েই ৪৬ রান করে বাংলাদেশ। ২১ বলে ১৮ রান করে কুশুম গুদারের বলে বোল্ড হন তিনি। তবে ফাহমিদা ছোঁয়াকে সঙ্গে নিয়ে বাকি পথটা পাড়ি দেন সুমাইয়া আক্তার সুবর্ণা। ৩২ বলে ২৬ রান করে ফাহমিদা ও ৬ বলে ১০ রানে অপরাজিত থাকেন সুবর্ণা।

এর আগে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত।

প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ জার্নাল/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত