ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের তারিখ পেছালো

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৫:০৩

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের তারিখ পেছালো
সংগৃহীত ছবি

২০২৫ সালের ফেব্রুয়ারিতে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল। সেই টুর্নামেন্ট প্রায় পাঁচ মাস পিছিয়ে ১-১১ জুলাই নেয়া হয়েছে। সময় পেছালেও ভেন্যু বাংলাদেশেই রয়েছে।

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এই টুর্নামেন্টের নতুন তারিখ ঘোষণা করেছে। নতুন সূচি অনুযায়ী, টুর্নামেন্টটি পাঁচ মাস পিছিয়ে ২০২৫ সালের জুলাই মাসে আয়োজন করা হবে।

নতুন নির্ধারিত সূচি অনুযায়ী, সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ১-১১ জুলাই ২০২৫। এর আগে, ২০২৫ সালের ৮-১৮ মে ভারতে আয়োজিত হবে অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপ।

নারী অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের পর বাংলাদেশে অনুষ্ঠিত হবে কিশোর ও কিশোরী অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপ। এই দুটি টুর্নামেন্ট যথাক্রমে আগামী বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে আয়োজিত হবে। কিশোরী অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ১৪-২৪ সেপ্টেম্বর এবং কিশোর অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্ট মাঠে গড়াবে ১৭-২৭ অক্টোবর।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত