ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ আপডেট : ৭ ঘন্টা আগে
শিরোনাম

পাকিস্তানকে উড়িয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৬  
আপডেট :
 ০৬ ডিসেম্বর ২০২৪, ১৭:১০

পাকিস্তানকে উড়িয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে গেল বাংলাদেশ। ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধার পেস আগুনে পুড়ে মাত্র ১১৬ রানে অলআউট হয় পাকিস্তান। অধিনায়কের অসাধারণ ব্যাটিংয়ে সহজ লক্ষ্য খুব সহজেই টপকা যায় বাংলাদেশ, ১৬৭ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায়। ব্যাট হাতে পাক বোলারদের ওপর তাণ্ডব চালানো অধিনায়ক আজিজুল হাকিম তামিম দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

৮ ডিসেম্বর দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আজকেই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট পায় ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুনিয়র টাইগাররা আরও এক শিরোপা জয়ের খুব কাছে।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তান যুবাদের আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। অধিনায়কের সিদ্ধান্তের প্রশংসা আসে মারুফ মৃধার প্রথম ওভারেই। ৪র্থ ডেলিভারিতে উসমান খানকে ডাক বানিয়ে প্যাভিলিয়নে ফেরান মারুফ।

মারুফ পরের ওভার করতে এসে তুলে নেন আরও এক পাক ওপেনারের উইকেট। এরপর মিডল অর্ডারে ছোট ছোট ইনিংস হলেও কেউ দলকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। বাংলাদেশি পেসারদের তোপের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে বসে পাকিস্তান। ৪ ব্যাটার ছাড়া কেউ পৌঁছাতে পারেননি দুই অংকের রানে।

শেষ পর্যন্ত ৩৭ ওভারে ১১৬ রানে থামে পাকিস্তানের ইনিংস। ৭ ওভার বল করা ইকবাল হোসেন ইমন মাত্র ২৪ রান খরচায় নেন ৪ উইকেট। ২৩ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন মারুফ মৃধা।

১১৭ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে ওপেনার কালাম সিদ্দিকি নামের পাশে কোনো রান লেখার আগেই বিদায় নেন। ১৪ বল খেলেও পাননি রানের দেখা। আরেক ওপেনার জাওয়াদ আবরারের ব্যাট থেকে আসে ১৭ রান। তবে তিনে নামা অধিনায়ক আজিজুল হাকিম তামিম পাল্টা লড়াই চালিয়ে ব্যাকফুটে ঠেলে দেন পাক বোলারদের।

তার সঙ্গী হওয়া শিহাব জেমস অবশ্য ২৬ রানের ইনিংস খেলে ক্যাচ হন। দলীয় ৮৫ রানে বাংলাদেশ হারায় তৃতী উইকেট। এরপর তামিম ফিফটি পূর্ণ করেন মাত্র ৪০ বলে। আলি রাজাকে ছয় হাঁকিয়ে মাতেন পঞ্চাশ উদযাপনে। পরের ওভারের প্রথম ডেলিভারিতে বাউন্ডারি হাঁকিয়ে নিশ্চিত করেন দলের ৭ উইকেটের জয়। আর তাতেই এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ৩৭ ওভারে ১১৬ (উসমান ০, শাহজাইব ০, রিয়াজউল্লাহ ২৮, সাদ ১৮, নাভিদ ২, হারুন ১০, ফারহান ৩২, ফাহাম ৮*, উমার ১, সুবহান ০, রাজা ০; মারুফ ৬-০-২৩-২, ফাহাদ ৮-০-২৩-১, রিয়াজ ৮-২-১৩-০, ইমন ৭-১-২৪-৪, সামিউন ৫-০-১৫-০, আজিজুল ১-০-১১-০, দেবাশিস ২-১-৭-১)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২২.১ ওভারে ১২০/৩ (জাওয়াদ ১৭, কালাম ০, আজিজুল ৬১*, শিহাব ২৬, রিজান ৫*; রাজা ৯-৩-৪০-১, উমার ৫-১-৩৬-০, সুবহান ৫-০-২৭-১, নাভিদ ৩.১-০-১৩-১)।

ম্যান ব দা ম্যাচ: ইকবাল হোসেন ইমন।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত