টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪৪
বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। এদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আট মাস পর ওয়ানডে খেলতে নামা বাংলাদেশের মেয়েরা এই ম্যাচে ভরসা করছে স্পিনারদের উপর।
বুধবার (২৭ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক, মুরশিদা খাতুন, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।
আয়ারল্যান্ড একাদশ: সারাহ ফোর্বস, গ্যাবি লুইস (অধিনায়ক), অ্যামি হান্টার, ওরলা প্রেন্ডারগাস্ট, লরা ডেলানি, লিয়া পল, উনা রেমন্ড-হয়ে, আর্লিন কেলি, আভা ক্যানিং, ফ্রেয়া সার্জেন্ট ও এইমি মাগুইরে।
বাংলাদেশ জার্নাল/আরএইচ