ঢাকা, শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

সাফজয়ী নারী ফুটবলারদের দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা বাফুফের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১৫:০৮  
আপডেট :
 ০৯ নভেম্বর ২০২৪, ১৫:৩০

সাফজয়ী নারী ফুটবলারদের দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা বাফুফের
ছবি: সংগৃহীত

সাফজয়ী নারী ফুটবলারদের পুরস্কার হিসেবে দেড় কোটি টাকা প্রদান করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (৯ নভেম্বর) বাফুফের নতুন কমিটির প্রথম সভা শেষে বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু উপস্থিত সাংবাদিকদের সামনে এ পুরষ্কারের ঘোষণা দেন।

এ সময় বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু বলেন, সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা প্রদান করা হবে। আমরা খুব শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে এটি প্রদান করব। শুধু খেলোয়াড় নয়, যারা এই দলের সঙ্গে ছিলেন তারা সবাই বাফুফের এই পুরস্কার পাবেন।

বাফুফের আর্থিক সংকট অনেক। মেয়েদের বেতনই মাঝে-মধ্যে বকেয়া পড়ে যায়। সেখানে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা পুরস্কার প্রদান বেশ কষ্টসাধ্যই। এই প্রসঙ্গে বাবু বলেন, ‘আমরা দেড় কোটি টাকা শিগগিরই সংগ্রহ করব। সংগ্রহ হওয়া মাত্রই আমরা সেটা নারী ফুটবল দলকে প্রদান করব।’ বাফুফের তহবিল সংকট থাকলেও ফেডারেশনের কর্মকর্তারা অবশ্য বিত্তশালী। বাফুফের নির্বাচিত ব্যক্তিবর্গের মাধ্যমেই মূলত সাবিনাদের বোনাসের অর্থ প্রদান করা হবে।

এর আগে বাফুফে ভবনে দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে এক কোটি টাকার পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত