ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

পাপনসহ ১১ পরিচালকের সদস্যপদ বাতিল করল বিসিবি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১০:৫৩

পাপনসহ ১১ পরিচালকের সদস্যপদ বাতিল করল বিসিবি
নাজমুল হাসান পাপন | ফাইল ছবি

সভাপতিত্ব পদ থেকে সরানোর পর এবার বাতিল করা হলো নাজমুল হাসান পাপনের পরিচালক পদ। বিসিবির ১৫তম বোর্ড সভায় নাজমুল হাসান পাপনসহ বাতিল করা হয়েছে ১১ জনের পরিচালক পদ।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালক বিনা নোটিশে পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে তার পরিচালক পদ শূন্য হয়ে যায়। সেই নিয়ম অনুযায়ী, ১১ জন পরিচালকের পদ শূন্য হয়েছে। গতকাল বোর্ড সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

পাপন ছাড়া পরিচালক পদ হারিয়েছেন আরও ১০ জন। মঞ্জুর কাদের, আ জ ম নাসির, শেখ সোহেল, আনোয়ারুল ইসলাম, শফিউল আলম, ইসমাইল হায়দার, তানভীর টিটু, ওবায়েদ নিজাম, গাজী গোলাম মোর্ত্তজা আর নাজিব আহমেদ। এছাড়া সুজন-দূর্জয়ের পর তৃতীয় পরিচালক হিসেবে পদত্যাগ করেছেন এনায়েত হুসেইন সিরাজ।

এই ১১ জন ছাড়াও আরো তিনজন পরিচালকের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। আর পদত্যাগপত্র গৃহীত হয়েছে খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয় ও এনায়েত হোসেনের।

কয়েকদিন আগে বরিশাল বিভাগের পরিচালক আলমগীর আলো মৃত্যুবরণ করার পর থেকে নির্ধারিত ২৫ পরিচালক থেকে একজন কম নিয়ে কাজ করে আসছে বিসিবি। তিন জনের পদত্যাগ ও ১১ জনের পরিচালক পদ বাতিল করায়, বর্তমানে সক্রিয় পরিচালকের সংখ্যা দাঁড়ালো ১০-এ।

১১তম বিপিএলের সূচি ঠিক হয়েছে এই সভায়। ৩০ ডিসেম্বর পর্দা উঠবে নতুন আসরের। ৩৯ দিনের মাঠের লড়াই শেষে ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি। এবারের আসরে অনলাইনে টিকেট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত এসেছে আধুনিক জিম তৈরীর। ক্রিকেটারদের আরও উন্নত প্রশিক্ষণের জন্য, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের তিন টেস্ট ভেন্যুতে উন্নত সব সুযোগ-সুবিধা সম্মিলিত তিনটি জিম তৈরি করবে বিসিবি।

আগামী এক সপ্তাহের মধ্যে কার্যনির্বাহী কমিটি নির্ধারণ করা হবে বলে জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত