তাইজুলের ঘূর্ণিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১২:২৩ আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১২:৪১
চট্টগ্রাম টেস্টের আজ (৩০ অক্টোবর) দ্বিতীয় দিন সকালে জর্জি এবং বেডিংহ্যাম মিলে দক্ষিন আফ্রিকাকে অনায়াসে ৪০০ রানের দিকে নিয়ে যাচ্ছিলেন।
জর্জি আর বেডিংহ্যাম মিলে ১১৬ রানের বিশাল জুটি গড়ে ফেলেন। অবশেষে তাইজুল ইসলামের ঘূর্ণি কথা বলতে শুরু করে। দ্রুত একের পর এক - তিনটি উইকেটের পতন ঘটান তিনি। ফিরিয়ে দেন বেডিংহ্যাম, টনি ডি জর্জি এবং কাইল ভেরেইনিকে।
এ রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটটে ৪১৩ রান। এদিকে ৭ রান নিয়ে রায়ান রেকিলটন এবং উইয়ান মুলদার ব্যাট করছেন ৭ রানে। তাইজুল ইসলাম একাই নেন ৫ উইকেট।
বাংলাদেশ জার্নাল/আরএইচ