ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

টস হেরে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ১৯:২৪  
আপডেট :
 ০৬ অক্টোবর ২০২৪, ২১:৫১

টস হেরে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

টেস্ট সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টিতে রঙিন পোশাকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। এদিকে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।

শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে রোববার (৬ অক্টোবর) ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

ভারতের দলটি কাগজে–কলমে অনেকটা দ্বিতীয় সারির দল। থাকছেন না দেশটির অনেক তারকা ক্রিকেটার। অন্যদিকে সাকিবকে ছাড়া আজ থেকে বাংলাদেশের পথচলা শুরু হচ্ছে। অভিজ্ঞতায় কিছুটা এগিয়ে থাকলেও বাংলাদেশ দলও তারুণ্যে ঠাসা।

বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ভারতের একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতিশ কুমার রেড্ডি, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত