ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

নেপালকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা বাংলাদেশের

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ১৬:৫৪  
আপডেট :
 ২৮ আগস্ট ২০২৪, ১৭:০৯

নেপালকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা বাংলাদেশের

নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপের ফাইনালে মিরাজুল ইসলামের জোড়া গোলে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে উড়িয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। অন্য গোল দুটি করেন রাব্বি হোসেন রাহুল ও পিয়াস আহমেদ নোভা। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন সামির তামাং। এর আগে তিনবার ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। যুব সাফে এটা বাংলাদেশের প্রথম শিরোপা।

এর আগে ২০২২ আসরের ফাইনালে ভারতের কাছে অতিরিক্ত সময়ে ৫-২ গোলে হেরে রানার্স-আপ হয়েছিল। এবার সেই ভারতকে সেমিফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে আসে বাংলাদেশ।

আর গ্রুপপর্বে স্বাগতিক নেপালের কাছে হারলেও তাদের হারিয়েই প্রথম শিরোপা শোকেসে তোলে রাব্বি-আসাদুল-মিরাজুলরা।

ফাইনালে প্রথম গোলের দেখা পেতে ৪৫ মিনিট অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। ৪৫+১ মিনিটের মাথায় প্রথম গোল করেন মিরাজুল। এ সময় ডি বক্সের সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। আর ফ্রি কিক থেকে সরাসরি গোল করেন মিরাজুল। তাতে এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতে ওই মিরাজুলের গোলে শিরোপার গন্ধ পেতে শুরু করে বাংলাদেশ যুবা দল। ৫৫ মিনিটে ব্যবধান ২-০ করেন তিনি।

এরপর রাব্বির গোলে ব্যবধান ৩-০ হয়। ম্যাচের ৭০ মিনিটে গোল করেন তিনি। তবে পরেই এক গোল হজম করে বসেন গোলরক্ষক আসিফ হোসেন। তাতে অবশ্য বড় জয় আটকায়নি। ম্যাচে ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। শেষ বাঁশির আগে আরও এক গোল করে বড় জয় নিয়েই শিরোপার উচ্ছ্বাসে মেতেছেন কোচ মারুফুল হকের দল। শেষ গোলটি করেন পিয়াস আহমেদ নোভা।

বাংলাদেশ জার্নাল/এসবিটি

  • সর্বশেষ
  • পঠিত