ঢাকা, রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ আপডেট : ৮ ঘন্টা আগে
শিরোনাম

সেমিতে ওঠার লড়াইয়ে মালয়েশিয়ার সামনে বিশাল লক্ষ্য বাংলাদেশের

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ১৬:১৬  
আপডেট :
 ২৪ জুলাই ২০২৪, ১৬:৫০

সেমিতে ওঠার লড়াইয়ে মালয়েশিয়ার সামনে বিশাল লক্ষ্য বাংলাদেশের
মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা জ্যোতির ব্যাটে বাংলাদেশের বড় সংগ্রহ

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ জিতলেই সেমি অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। তবে নেট রান রেটের মারপ্যাঁচে পড়তে হতে পারে যদি থাইল্যান্ড নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়।

এতেই আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপুটে ব্যাট করতে থাকে বাংলাদেশের মেয়েরা। ৫৯ বলে ৮০ রানের দারুণ এক ইনিংস খেলেন ওপেনার মুর্শিদা খাতুন। এছাড়া ৬২ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এতেই নারী এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১৯১ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ।

মালয়েশিয়ার বিপক্ষে এর আগে শতভাগ জয়ের রেকর্ড জ্যোতিদের। তিন ম্যাচ খেলে সবগুলোতেই বড় ব্যবধানে জিতেছে টাইগ্রেসরা। থাইল্যান্ডের বিপক্ষেও দাপট দেখিয়ে জয় পেয়েছে টাইগ্রেসরা। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও শাসন করেছেন জ্যোতিরা।

'বি' গ্রুপ থেকে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান তিন নম্বরে। সমান পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে মালয়েশিয়া। তবে নেট রান রেটে বেশ এগিয়ে প্রতিপক্ষরা। তাই সেমিতে উঠতে এই ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয়ের সঙ্গে নজর রাখতে হবে রান রেটের দিকেও।

বাংলাদেশ জার্নাল/এসবিটি

  • সর্বশেষ
  • পঠিত