ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

মহারাজের জোড়া আঘাতে চাপে ভারত

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৪, ২১:০১  
আপডেট :
 ২৯ জুন ২০২৪, ২২:৩৫

মহারাজের জোড়া আঘাতে চাপে ভারত

উড়ন্ত শুরুর পর ৩ উইকেট হারিয়ে চাপে ভারত। কাট করে চার। রিভার্স সুইপে চার। দুটিই একই অঞ্চল দিয়ে-ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে। দ্বিতীয় ওভারে কেশব মহারাজকে এভাবে স্বাগত জানিয়েছেন রোহিত।

এবং চতুর্থ বলে ফিরে গেছেন ভারত অধিনায়ক! পা বাড়িয়ে সুইপ করেছিলেন, কিন্তু সরাসরি ক্যাচ গেছে স্কয়ার লেগে থাকা ক্লাসেনের হাতে। দুটি চারের পরও একটু গতি কমিয়ে ঝুলিয়ে দেওয়ার মতো সাহসী বোলিং করেছেন মহারাজ, পুরস্কারও মিলেছে সেটির।

এবং শেষ বলে আউট ঋষভ পন্তও! তিনিও সুইপ করেছিলেন, ক্যাচ ওঠে ওপরে। যেটি নেন কুইন্টন ডি কক। অন্তত দক্ষিণ আফ্রিকানরা ভেবেছেন তেমনই। টেলিভিশন আম্পায়ারের কাছে যাওয়ার পর নিশ্চিত হয়েছে সেটিই। ব্যাটের একেবারে গোড়ায় লেগেই উঠেছিল বল। ৩ বলের মধ্যে ২ উইকেট পড়েছে ভারতের।

এরপর সূর্যকুমার লেংথ বলে ঘুরিয়ে খেলেছিলেন। ক্যাচ গেছে ডিপ স্কয়ার লেগে। নিজের বাঁদিকে গিয়ে ভালো ক্যাচ নিয়েছেন হাইনরিখ ক্লাসেন। ৩ উইকেটের পতন।

ভারতের স্কোর ৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬০ রান। ক্রিজে আছেন কোহলি (২৯) ও অক্ষর প্যাটেল (১৮)।

বাংলাদেশ জার্নাল/এসবিটি

  • সর্বশেষ
  • পঠিত