ফাইনালেও টস জিতল তামিম, সিদ্ধান্ত বোলিংয়ের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ১৮:১৮ আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৯:০৬
প্লে অফের দুই ম্যাচের মতই বিপিএলের ফাইনালের টস ভাগ্যও পক্ষে এলো তামিম ইকবালের। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উইকেটে শুরুতে বোলারদের জন্য থাকা সুবিধা কাজে লাগাতে চান তিনি। ফাইনালের ম্যাচে একাদশে কোন বদল আনেনি বরিশাল।
এর আগে ম্যাচের শুরুতে রাজধানীর বেইলি রোডে আগুনে পুড়ে নিহতের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়।
শুক্রবার (১ মার্চ) মিরপুরে ফাইনালে টস জিতে তামিম বলেন, 'সাধারণত এই উইকেটে প্রথম ইনিংসে বোলিং ভালো হয়। সেটা কাজে লাগিয়ে তাদের নাগালের মধ্যে আটকে রাখতে চাই।'
টস হারলেও হতাশ নন লিটন দাস। তিনি বলেন, টস হারলেও আগে রান করে প্রতিপক্ষকে চাপে ফেলতে চান তারা। শিরোপা জেতার মঞ্চে মোস্তাফিজুর রহমানকে ফিরে পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিনি ফেরায় মুশফিক হাসানকে বাইরে থাকতে হচ্ছে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ:
লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, জনসন চালর্স, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোহানতদৌল্লাহ বর্ষণ, মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।
ফরচুন বরিশাল একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলার।
বাংলাদেশ জার্নাল/এসএস