বিসিবির পুরস্কারের টাকা বুঝে পেলেন সাফজয়ী ফুটবলাররা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ২৩:০৭
গত বছর সেপ্টেম্বর মাসে সাফ টুর্নামেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এতে দেশে ক্রীড়াঙ্গনে বিরাট এক সম্মান বয়ে এনেছিল তারা। বিসিবি নারী ফুটবলারদের ৫০ লাখ টাকা পুরস্কৃত করার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে গেল ছয় মাস ধরে সেই টাকা বুঝে পাচ্ছিলেন না তারা।
বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের হাত থেকে পুরস্কারের ৫০ লাখ টাকার চেক বুঝে পান সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকাররা।
সম্প্রতি এ নিয়ে বাফুফে ও বিসিবি ভিন্ন ভিন্ন মন্তব্য করেন। তবে সব নাটকীয়তার পর শেষ পর্যন্ত টাকা হাতে পেলেন নারী ফুটবলাররা।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন, বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু ও বাফুফের মিডিয়া ম্যানেজার নওমি।
বাংলাদেশ জার্নাল/জিকে