ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশের পথে মেসির আর্জেন্টিনা

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২, ২৩:০০  
আপডেট :
 ১৯ ডিসেম্বর ২০২২, ২৩:০৬

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশের পথে মেসির আর্জেন্টিনা
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশের পথে মেসির আর্জেন্টিনা । ছবি: সংগৃহীত

৩৬ বছরের শিরোপা আক্ষেপ ঘুচিয়ে বিশ্ব জয়ের আনন্দ-উচ্ছ্বাস যেন থামছেই না আর্জেন্টিনার। রূদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জয় করলেন মেসিরা। কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে নিজের ক্যারিয়ারের পূর্ণতাই আনলেন মেসি।

সফল বিশ্বকাপ মিশন শেষে এবার বাড়ি ফেরার পালা। আর্জেন্টিনাতে লাখ লাখ ফুটবলপ্রেমী অপেক্ষায় রয়েছেন মেসি-ডি মারিয়াদের জন্য। বিশ্বকাপ শেষ করেই ছাদ খোলা বাসে পুরো দোহা সমর্থকদের সঙ্গে প্রদক্ষিণ করে আর্জেন্টিনার ফুটবলাররা। নিজ দেশে যে এর চেয়ে বড় কিছু অপেক্ষা করছে মেসিদের জন্য সেটি এক প্রকার নিশ্চিতই বলা চলে।

বিশ্বকাপের আয়োজক দেশ কাতার থেকে ইতালির রোম হয়ে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে পৌঁছাবে শিরোপা জয়ী আর্জেন্টিনা দল। সোমবার সকালবেলা তাদের বহনকারী বিমান রওনা দেয় ইতালির উদ্দেশে।

লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। দেশে অবতরণের পরপরই চ্যাম্পিয়ন প্যারেডের জন্য ছাদখোলা বাসে করে নিয়ে যাওয়া হবে মেসিদের। তবে উদযাপন কোথায় হবে তা এখনো নিশ্চিত হয়নি।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত