দ্য হান্ড্রেডে দল পেলো না বাংলাদেশের কেউ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২২, ১৪:২৯
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে এবার দল পাননি বাংলাদেশের কেউ। এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ১০ জনের নাম থাকলেও চূড়ান্ত দল পাননি কেউই।
আগামী ৩ আগস্ট থেকে শুরু হতে যাওয়া দ্য হান্ড্রেডের দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফট হয় গত মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে। সেখানে বাংলাদেশের ১০ ক্রিকেটারের কাউকেই নিতে ইচ্ছুক দেখা যায়নি দ্য হান্ড্রেডের আট ফ্র্যাঞ্চাইজির কাউকেই।
বাংলাদেশের দশ ক্রিকেটারের মধ্যে শুধুমাত্র সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ছিলো এক লাখ পাউন্ড। বাকি নয় ক্রিকেটার তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি আর নাসুম আহমেদের নাম দেয়া হয়েছিলো কোনো রকম ভিত্তিমূল্য ছাড়াই।
দ্যা হান্ড্রেডের এবারের দ্বিতীয় আসরে সর্বোচ্চ ভিত্তিমূল্য ১ লাখ ২৫ হাজার পাউন্ডে থাকা ১১ ক্রিকেটারদের মধ্যে দল পেয়েছেন শুধুমাত্র ছয়জন।
এদিকে শুধু বাংলাদেশের সাকিব-তামিম বা তাসকিন নয়, দ্য হান্ড্রেডের এবারের আসরের দল পাননি বিশ্বের আরও বাঘা বাঘা ক্রিকেটারও। প্লেয়ার্স ড্রাফট শেষে অবিক্রিতই রয়ে গেছেন ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইল, মিচেল মার্শ বা নিকোলাস পুরাণের মতো বিশ্ব ক্রিকেটের বড় তারকারাও থেকে গেছেন দলবঞ্চিত।
মঙ্গলবার হওয়া প্লেয়ার্স ড্রাফট থেকে টুর্নামেন্টের আট দলই ১৫-১৬ জন করে খেলোয়াড় দলে নিয়েছে। এছাড়া দলগুলো সামনে জুলাই মাসে ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে দুইজন, দেশি ক্যাটাগরিতে একজন ও বিদেশি ক্যাটাগরিতে একজন খেলোয়াড়কে সরাসরি চুক্তির মাধ্যমে দলে ভেড়াতে পারবে।
বাংলাদেশ জার্নাল/এসএস