মাঠেই জ্ঞান হারালেন এরিকসেন, বন্ধ ম্যাচ
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২১, ২৩:৩৯ আপডেট : ১৩ জুন ২০২১, ০০:১০
চলমান ইউরোতে গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে ডেনমার্ক ও ফিনল্যান্ড। ম্যাচের প্রথমার্ধের ৪৩ মিনিটে এক ফিনিশ খেলোয়াড়ের কড়া ট্যাকলে মাঠে জ্ঞান হারিয়ে পড়ে গেছেন ডেনিশ মিডফিল্ডার এরিকসেন।
এ সময় তাকে সিপিআর (মুখে মুখ লাগিয়ে শ্বাস) দেয়া হয়। এরপর খেলা স্থগিত করা হয়। উয়েফার টুইটার হ্যান্ডেল থেকে স্থগিতের টুইট করা হয়েছে।
কাঁদছে ডেনমার্কের খেলোয়াড়েরা, স্তম্ভিত ফিনল্যান্ডের খেলোয়ারেরা। মাঠে দর্শকেরা ভাষা হারিয়ে ফেলেছেন, কাঁদছেন তারাও।
জানা গেছে, মাঠের বাম কর্ণারে এরিকসেনকে চিকিৎসা দেয়া হয়। এসময় তাকে ঘিরে ডেনিশ খেলোয়াড়রা দাঁড়িয়েছিলেন। কয়েক মিনিট পরই ফিনল্যান্ডের খেলোয়াড়রা টানেলে ফিরে যান। শেষ পর্যন্ত এরিকসেনের কী অবস্থা তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
প্রায় ১৩ মিনিট সেখানে চিকিৎসার পর ঘিরে রাখা অবস্থাতেই এরিকসনকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে দুই দলের খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠিয়ে দেন রেফারি।
বাংলাদেশ জার্নাল/এমএস