ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ আপডেট : ৪৯ মিনিট আগে
শিরোনাম

মেসিকে না পেলেও অভিযোগ নেই গার্দিওলার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৪

মেসিকে না পেলেও অভিযোগ নেই গার্দিওলার

আগামী বছর ম্যানচেস্টার সিটিতে যোগ দিবেন কিনা সেটি একমাত্র লিওনেল মেসিই জানেন। অনেক নাটকীয়তার পর এই মৌসুমটি বার্সেলোনাতেই থেকে যাবার সিদ্ধান্ত নিয়েছেন এই আর্জেন্টাইন।

চলতি মাসের শুরুতে বিশেষ এক সাক্ষাৎকারে মেসি বার্সার সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ’র প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন, তাকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা না করার জন্য। কথা ছিল ফ্রি ট্রান্সফার ফিতেই মেসিকে ক্লাব ছাড়ার সুযোগ দেয়া হবে। এর পরিবর্তে মেসিকে ক্লাবেই থেকে যাবার জন্য বাধ্য করা হয়। অথচ এই ক্লাবটিতেই পুরোটা ক্যারিয়ার কাটিয়ে দিয়েছেন মেসি।

সিটির বিশ্বাস কাতালানিয়া ছেড়ে আসতে পারলে ছয়বারের ব্যালন ডিঅর খেতাব জয়ী তাদের দলেরই চালকের আসনে বসতেন। সোমবার উলভসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে গার্দিওলা বলেন, ‘আমার বিশ্লেষণ করার প্রয়োজন নেই। আমার মনে হয় এর অনুভুতি মেসিই কিছুটা ভাল বর্ণনা করতে পারবে। এর সঙ্গে যোগ করার কিছু নেই আমার। সে বার্সেলোনার খেলোয়াড়। যে ক্লাবটিকে আমি ভালবাসি। এর বেশী বলার কিছু নেই।’

আগামী গ্রীষ্মেই ফ্রি ট্রান্সফার ফিতে বার্সা ছাড়তে পারবেন মেসি। কিন্তু তখন তিনি আদৌ ম্যানচেস্টার সিটিতে যোগ দিবেন কিনা সেটি নিয়ে অন্ধকারে আছেন চার বছরে ১৪টি ট্রফি এনে দিয়ে বার্সেলোনার সবচেয়ে সফল কোচ গার্দিওলা। তিনি বলেন, ‘আমি ঠিক জানি না। আমি অন্য মানুষের ইচ্ছা কি তা বলতে পারি না।’

মেসির ইউ টার্নের পর গ্রীষ্মকালীন দল বদলে ভ্যালেন্সিয়া থেকে ফেরান তোরেস ও বোর্নমাউথ থেকে নাথান একেকে দলে ভিড়িয়েছে সিটি। এই বছর গার্দিওলার দলটি শুধুমাত্র লীগ কাপের শিরোপা জয় করতে পেরেছে। প্রিমিয়ার লীগে রানারআপ হলেও চ্যাম্পিয়ন লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ছিল ১৮। আবু ধাবীর মালিকানাধীন সিটির জন্য শত মিলিয়ন অর্থ ব্যয় করা দলে নতুন খেলোয়াড় দলভুক্তির ঘাটতি বিষয়ে কোন অভিযোগ নেই বলে মন্তব্য করেছেন গার্দিওলা। তিনি বলেন, এখানে আসার পর থেকেই এই দলে আমি যা করতে পেরেছি তাতে সন্তুষ্ট। আমি মনে করি ক্লাবটি শুধু মাত্র আমার জন্য এতসব কিছু করেনি। বরং ক্লাব এবং আমাদের সবার জন্য করেছে।

যা কিছু ঘটার, ঘটবে। খেলোয়াড়ের জন্য আমাদের যদি অপেক্ষা করার থাকে করতে হবে। তবে আমি খুশি। এই সব বিষয় নিয়ে আমার কোন অভিযোগ নেই। এই খেলোয়াড়দেরকে ক্লাবে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।’

এদিকে ক্লাবের সুচনা ম্যাচে অংশ নিতে পারছেন না দীর্ঘ সময় ধরে হাঁটুর ইনজুরি থাকা সার্জিও এগুয়েরো। করোনায় আক্রান্ত হয়ে মৌসুম পুর্ব অনুশীলনে থাকতে না পারায় আগামী সোমবারের ম্যাচে খেলতে পারবেননা আইমেরিক ল্যাপোর্তে।

আরো পড়ুন: ৩০০ কিলোমিটার হেঁটে ৩ তরুণের প্রচারণা

আরো পড়ুন: ১৯ বছর বয়সেই সফল উদ্যোক্তা শিক্ষার্থী তুহিন

আরো পড়ুন: আনসু ফাতি: বার্সার বিস্ময় বালক

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত