আইপিএল সঞ্চালনায় বিশ্বখ্যাত নেরোলি মেডোজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩০
করোনার থাবায় এবারের আইপিএল চলে এসেছে ভারত থেকে আরব আমিরাতে। এই আইপিএলে করোনার কারণে থাকছে না মাঠের দর্শক। এমনকি মাঠের পাশে থাকবে না কোন চিয়ারগার্লও। দেশের বাইরে আরব-আমিরাতে অনুষ্ঠিতব্য এবারের আইপিএলের গ্ল্য়ামার-ডানায় যুক্ত হচ্ছে নতুন পালক। আইপিএলের এবারের আসরে থাকবেন ক্রীড়া সাংবাদিক ও সঞ্চালিকা নেরোলি মেডোজ।
দীর্ঘদিন ফক্স নিউজে কাজ করেছেন জনপ্রিয় এই ক্রীড়া সাংবাদিক। ফক্স স্পোর্টস চ্যানেলে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন ন্যাশনাল বাস্কেটবল লিগের জন্যও। ফক্স স্পোর্টস এবং ফক্স ফুটির বিভিন্ন স্পোর্টস শোয়ে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ সঞ্চালক। তবে ব্যয় সঙ্কোচের কারণ দেখিয়ে চ্যানেল কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেছে।
ফক্স নিউজ ছাড়াও মেডোজ নাইন নেটওয়ার্ক, ট্রিপল এম এবং ইএসপিএন অস্ট্রেলিয়ার মতো সংস্থায় কাজ করেছেন। এছাড়া বিশ্বকাপ ক্রিকেটেও কাজ করেছেন মেডোজ। তবে আইপিএলের আসরে তার কাজ হয়নি। এবারই প্রথমবারের মতো যুুক্ত হচ্ছেন আইপিএলে।
আরো পড়ুন: কাল থেকে মরুর দেশে আইপিএল ঝড়
আরো পড়ুন: হঠাৎ আইপিএল থেকে সরে দাঁড়ালেন রায়না
আরো পড়ুন: আইপিএল নিয়ে উইলিয়ামসনের ভয়
আরো পড়ুন: অবশেষে জানা গেলো রায়নার আইপিএল ছাড়ার কারণ!
বাংলাদেশ জার্নাল/টিআই