ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

করপোরেট লিগ আয়োজনের ভাবনায় বিসিবি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৯

করপোরেট লিগ আয়োজনের ভাবনায় বিসিবি

শ্রীলঙ্কা সিরিজের সম্ভাবনা খুবই ক্ষীণ। বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটের বন্ধ দুয়ার খুলতে করপোরেট ক্রিকেট লিগ আয়োজনের কথা জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। এজন্য জাতীয় দলের পুলের ক্রিকেটারদের দুই-তিনটি দলে ভাগ করে, হাই পারফরম্যান্স দল ও অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে লিগ আয়োজনের সম্ভাব্যতার বিষয়টি তুলে ধরলেন দুর্জয়। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চত্বরে সংবাদ মাধ্যমকে তিনি একথা জানান।

দুর্জয় বলেন, ‘ঘরোয়া লিগ বলতে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ বা বিপিএল, বিসিএল এভাবে চিন্তা না করে এখন যেহেতু একটা বায়ো সিকিউরিটির ব্যাপার আছে সেহেতু আমাদের বোর্ডের একটা প্রস্তুতির ব্যাপার আছে। বোর্ডের নিয়ন্ত্রণে আছে যেসব সেসব আয়োজন করতে পারি। জাতীয় দলের দুইটা তিনটা দল, হাই পারফরম্যান্স আছে, অনূর্ধ্ব-১৯ দল আছে সবাইকে নিয়ে আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার আছে তাদের একসাথে করে যদি কোনো খেলা আয়োজন করতে পারি।’

দুর্জয় আরো বলেন, ‘আপনারাও জানেন ক্লাবগুলোর জন্য এখন কঠিন, আমরা কোয়াবের পক্ষ থেকেও যোগাযোগ করেছি। সেক্ষেত্রে যদি করপোরেট হাউজগুলো এগিয়ে আসে তাহলে সম্ভবত করপোরেট লিগ হতে পারে।’

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত