ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

অবশেষে জানা গেলো রায়নার আইপিএল ছাড়ার কারণ!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২০, ১২:২৭

অবশেষে জানা গেলো রায়নার আইপিএল ছাড়ার কারণ!

সবাইকে চমকে দিয়ে এবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সুরেশ রায়না। তার দল চেন্নাই সুপার কিংসে ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। মনে করা হচ্ছিল করোনার ভয়ে হয়তো আইপিএল ছেড়েছেন রায়না। কিন্তু এবার জানা গেল অন্য এক তথ্য।

ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছে, চাচা অশোক কুমারের মৃত্যুতে আইপিএল ছেড়েছেন রায়না।

পুলিশ বলছে, গত ১৯ অগস্টের মাঝরাতে পাঠানকোটের থারিয়াল গ্রামে ডাকাতদল হানা দেয়। সেই সময় বাড়ির ছাদে পরিবারের সদস্যরা ঘুমাচ্ছিলেন। ডাকাতরা রায়নার চাচা অশোক কুমারের মাথায় আঘাত করেছিল। এই চোটের কারণেই তার মৃত্যু হয়েছে।

রায়নার ফুফু আশা দেবীর শারীরিক অবস্থাও সঙ্কটপূর্ণ। রায়নার খুড়তুতো ভাই ৩২ বছর বয়সী কৌশল কুমার ও ২৪ বছর বয়সী আপিন কুমারেরও শরীরে আঘাত লেগেছে।

  • সর্বশেষ
  • পঠিত