করোনায় আক্রান্ত রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২০, ১৩:০৯
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি লরেঞ্জো সানজ। অবস্থা জটিল হওয়ায় হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে তাকে। ৭৬ বছর বয়সী সাবেক এই সভাপতি কদিন ধরেই জ্বরে ভুগছিলেন। এরপর করোনা ধরা পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
লরেঞ্জো ১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সভাপতির পদে ছিলেন। তার মেয়াদে ছয়টি শিরোপা জেতে গ্যালাক্টিকোরা। যার মধ্যে ১৯৯৮ ও ২০০০ সালে জেতে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এদিকে করোনা ভাইরাস ধরা পড়ায় লরেঞ্জোর পাশে দাড়িয়েছে তার ক্লাব রিয়াল মাদ্রিদ।