ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

এক তিমির পেটেই পুরো হাঙর

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ১২:০৪  
আপডেট :
 ০২ মার্চ ২০২৪, ১২:০৬

এক তিমির পেটেই পুরো হাঙর
এক তিমির পেটেই পুরো হাঙর। ছবি: সংগৃহীত

সমুদ্রের অন্য প্রাণীদের শিকার করেই বেঁচে থাকে তিমি। কিন্তু, তাই বলে একাই পুরো হাঙর শিকার করে ফেলেছে রহস্যময় এই প্রাণীটি। আর এমন কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে বিজ্ঞানীদের। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মসেল উপসাগরের উপকূলে এই বিস্ময়কর ও নজিরবিহীন ঘটনা ঘটেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা তিমির শিকারি আচরণ সম্পর্কে মানুষের সামনে নতুন তথ্য নিয়ে আসবে। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, এতদিন শিকারি তিমি হাঙ্গর, ডলফিন এবং এমনকি তিমিও শিকার করেছে। তবে তারা এসব কাজ করেছে দলবেঁধে। এবারই প্রথম একা একা বিশ্বের বৃহত্তম শিকারি মাছ হাঙরকে শিকার করল তিমি। আর এই কাজটা করতে মাত্র দুই মিনিট সময় নিয়েছে তিমিটি।

রোডস ইউনিভার্সিটির ড. অ্যালিসন টাউনার বলেছেন, শিকারি তিমি সাধারণত দলবেঁধে শিকার করে। তবে তারা একা একাও শিকার করতে পারে। তবে এবারের ঘটনাটা অস্বাভাবিক। কেননা তিমিটা একটা হাঙর শিকার করেছে, তা-ও আবার একা এবং অনেক দ্রুতগতিতে।

বাংলাদেশ জার্নাল/এমএম/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত