অপারেশন ডেভিল হান্টের নামে বিরোধী মত দমন চলছে: জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৪ আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩১
![অপারেশন ডেভিল হান্টের নামে বিরোধী মত দমন চলছে: জিএম কাদের](/assets/news_photos/2025/02/10/image-284210-1739194065bdjournal.jpg)
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেন, অপারেশন ডেভিল হান্টের নামে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে। একইসঙ্গে ডেভিল হান্টে গায়েবি মামলা দেয়া হচ্ছে বলে জানান তিনি। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এই অভিযোগ করেন।
অপারেশন ডেভিল হান্টের অভিযানে গত দুই দিনে কয়েকশ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীসহ পুরনো মামলার আসামিও রয়েছেন। এই অভিযানে জাতীয় পার্টির ওপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে অভিযোগ করে জিএম কাদের বলেন, নেতা-কর্মীদের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের জামিন দেয়া হচ্ছে না।
সভা, সমাবেশ ও মিছিলের ন্যায় স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেয়া হচ্ছে। জাতীয় পার্টির অফিস, নেতা-কর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে।
গাজীপুর মহানগর জাতীয় পার্টির কিছু নেতার নামে গায়েবি মামলা করা হয়েছে দাবি করে দলের চেয়ারম্যান এর প্রতিবাদ ও নিন্দা জানান। একই সঙ্গে তিনি জনগণের উপর জুলুম ও হয়রানি বন্ধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানান।
বাংলাদেশ জার্নাল/আরএইচ