ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ আপডেট : ৮ ঘন্টা আগে
শিরোনাম

নতুন দলের প্রধান হচ্ছেন উপদেষ্টা নাহিদ, পদত্যাগ করবেন কবে?

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৮  
আপডেট :
 ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৭

নতুন দলের প্রধান হচ্ছেন উপদেষ্টা নাহিদ, পদত্যাগ করবেন কবে?
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ফাইল ছবি

চলতি ফেব্রুয়ারিতেই আসছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল। নতুন এই দলের প্রধান হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

দলের দায়িত্ব নেয়ার আগেই সরকারের উপদেষ্টা পদ থেকে তিনি পদত্যাগ করবেন বলে জানা গেছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মানবজমিন।

গত ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ছাত্রদের নেতৃত্বে নতুন দল আসছে কি-না তা নিয়ে আলোচনা শুরু হয়। এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি দেয়া শুরু করে। গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। নাগরিক কমিটিও থানা পর্যায় পর্যন্ত কমিটি দিচ্ছে।

মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হবে। শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটা স্বাভাবিক ঘটনা। বর্তমান সরকারের আমলেও কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে।

তবে অতীতে দেখা গেছে; খুব কম দলই রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কি-না সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এ দল নিয়ে এরইমধ্যে নানা আলোচনা শুরু হয়ে গেছে। সূত্র: বিবিসি বাংলা

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত