ঢাকা, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

টাঙ্গাইলের প্রয়াত আওয়ামী লীগ নেতা ফারুকের বাড়ি ভাঙচুর-লুটপাট

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৪

টাঙ্গাইলের প্রয়াত আওয়ামী লীগ নেতা ফারুকের বাড়ি ভাঙচুর-লুটপাট
ছবি: বিবিসি

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ও সাবেক সদস্য ফজলুর রহমান খান ফারুকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার পর এক্সক্যাভেটর দিয়ে সামনের অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

বাড়িতে হামলার যেসব ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে যে উচ্চস্বরে গান বাজছে এবং সেই গানের তালে তালে কেউ কেউ নাচছেন। সেইসাথে, যে যা পারছেন, বাড়ি থেকে লুট করে নিয়ে যাচ্ছেন।

এসি, চেয়ার, শাড়ি, সোফা থেকে শুরু করে বাড়ির অন্যান্য আসবাবপত্রও নিয়ে যায় মানুষ।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত