তিতুমীর ও তেজগাঁও কলেজ ছাত্রদলের আহবায়ক পূর্ণাঙ্গ কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৫
সরকারি তিতুমীর কলেজ ও তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই কমিটি অনুমোদন করেন।
সরকারি তিতুমীর কলেজ :
ইমাম হোসেনকে আহ্বায়ক ও সেলিম রেজাকে সদস্য সচিব করে সরকারি তিতুমীর কলেজের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে ১২৭ জনকে যুগ্ম আহ্বায়ক ও ২৬৯ জনকে সদস্য করা হয়েছে।
তেজগাঁও কলেজ :
আহ্বায়ক মোরশেদ আলম তরুণ ও সদস্য সচিব মো. সেলিম হোসেন। এছাড়া ১২২ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১৭৫ জনকে সদস্য করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/আরএইচ