ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

নির্বাচিত সরকার দেখতে চায় বিএনপি: মেজর হাফিজ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১৭:৫৭

নির্বাচিত সরকার দেখতে চায় বিএনপি: মেজর হাফিজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচিত সরকার দেখতে চায় বিএনপি। কোনো কলঙ্ক যেন না আসে সেদিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে দলের নেতাকর্মীদের। যতবড়ই নেতা হোক, দুর্নীতিবাজ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি।

রোববার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আইইবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সীমান্তে অস্থিরতা তৈরি হচ্ছে উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, জিয়ার সৈনিকদের প্রয়োজনে ট্রেনিং দিয়ে শত্রুকে মোকাবিলা করতে প্রস্তুতি নেয়া হবে। জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হবে।

সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, সরকারকে জনগণের সঙ্গে থাকতে হবে। প্রোক্লেমেশন, এই মেশন, সেই মেশন এগুলো জনগণের কোনো কাজে আসবে না। যা কাজে আসবে তা করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা কিংস পার্টি করার চেষ্টা করছে। ২১ বছরের ছেলে কীভাবে রাষ্ট্রপতি হবে? কীভাবে তারা দেশ পরিচালনা করবে? বয়স কমানো হলো, কেনো? তারা নির্বাচিত হলে মেনে নিবো, কিন্তু নিরপেক্ষ না হয়ে ক্ষমতায় বসতে চাইলে মেনে নেয়া হবে না।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত