ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ ট্রাইব্যুনালে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১৩:২৩  
আপডেট :
 ০৯ জানুয়ারি ২০২৫, ১৩:৪৭

বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ ট্রাইব্যুনালে

ইলিয়াস আলীসহ বিএনপির ও এর অঙ্গ সংগঠনের দুই হাজার ২৭৬ জন নেতাকর্মীকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দাখিল করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন, মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন।

এ সময় তার সঙ্গে ছিলেন সেলের অপর সদস্য আইনজীবী নুরুল ইসলাম জাহিদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি (অভিযোগ) নিয়ে আসেন তিনি।

পরে বিএনপি নেতা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ইলিয়াস আলিসহ ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিএনপি ও তার সহযোগী সংগঠনের ২২৭৬ জনকে ক্রসফায়ারের অভিযোগসহ গুম, হত্যার অভিযোগে এ অভিযোগ দায়ের করা হয়েছে।

এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে।

সালাহউদ্দিন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে নির্মূল করার উদ্দেশ্যে সারাদেশে বিএনপির নেতা কর্মীদের ক্রসফায়ার করে হত্যা করা হয়। এই ক্রসফায়ারের জেলা ও উপজেলা ভিত্তিক তালিকা জমা দিয়েছি।

তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ২৪৫ পৃষ্ঠার ক্রসফায়ারের অভিযোগ এবং গুমের ঘটনায় ২০ পৃষ্ঠার অভিযোগ দাখিল করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত