খালেদা জিয়ার বাসার সামনে জড়ো হচ্ছে নেতাকর্মী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:০৭ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:১০
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান বাসভবন ফিরোজার সামনে জড়ো হচ্ছে দলটির নেতাকর্মীরা। বাসার সামনে ছাড়াও আসপাশের সড়কগুলোতে দলটির নেতাকর্মীদের উপস্থিত লক্ষ্য করা গেছে।
উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮ টায় ঢাকা বিমানবন্দরে উদ্দেশ্যে বাসা থেকে বের হবেন তিনি। ১০টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বেগম খালেদা জিয়া। কাতারের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা বিমানবন্দর থেকে তিনি দোহা যাবেন। এরপরে দোহা হয়ে লন্ডনে যাবে।
খালেদা জিয়ার বিদায়ী শুভেচ্ছা জানাতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তার বাসভবনে জড়ো হচ্ছে। এদিন বিকাল তিনটার পর থেকেই নেতাকর্মীরা আসতে থাকে। সরে জমিনে দেখা যাচ্ছে, ফিরোজার সামনের রাস্তাটিতে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আইন শৃংখলা বাহিনীর সদস্যদের তৎপর রয়েছে।
জানা গেছে, চেয়ারপারসনকে নিয়ে গাড়িটি গুলশান ২ এর গোলচত্বর হয়ে কাকলী গোলচত্বর হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান 'রয়েল এয়ার অ্যাম্বুলেন্স'টি গতকাল ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, লন্ডন ক্লিনিক হাসপাতালে জিয়াকে ভর্তি করা হবে। এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাবেন তিনি। চিকিৎসকরা সেখানে খালেদা জিয়ার পরিক্ষা-নিরিক্ষা করবেন। তাদের (চিকিৎসক) পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
বাংলাদেশ জার্নাল/আরএইচ/এএইচ