লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:০৩
উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিক’ এ ভর্তি হবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নিবেন।
সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানান।
উন্নত চিকিৎসার জন্য আগামীকাল রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন সাবেক এ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
ডা. জাহিদ বলেন, আগামীকাল রাত দশটায় কাতার আমীরের স্পেশাল এয়ার এম্বুলেন্সে করে ঢাকা-দোহা, দোহা-লন্ডন যাবেন খালেদা জিয়া। সঙ্গে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সহধর্মিণী যাবেন। এছাড়াও মেডিকেল বোর্ডের ৬ সদস্য, কাতারের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সের ৪ চিকিৎসক ও চিকিৎসকদের সহকারী থাকবেন।
এ ছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
তিনি বলেন, লন্ডন ক্লিনিক বলে অনেক পুরাতন একটি হাসপাতাল আছে। সেখানে খালেদা জিয়াকে ভর্তি করা হবে। এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাবেন তিনি। চিকিৎসকরা সেখানে খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করবেন। তাদের (চিকিৎসক) পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
'যুক্তরাজ্য এয়ারপোর্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিনী ডা. জোবাইদা রহমান ও যুক্তরাজ্য বিএনপি'র দুইজন সদস্য খালেদা জিয়াকে রিসিভ করবেন। সেখান থেকে হাসপাতালে যাবেন।'
ডা. জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের নানা শারীরিক জটিলতা রয়েছে। যা আমরা বিভিন্ন সময় বলেছি। সর্বোপরি ওনার লিভারের জটিলতা অর্থাৎ লিভার সিরোসিস; পরবর্তী সময়ে কম্পেনসেন্টারি লিভার ডিজিজ বলে গ্রেট-টু; সেটার জন্য টিপস (চিকিৎসাবিজ্ঞানের বিশেষ পদ্ধতি টিআইপিস-টিপস) করা হয়েছে। টিপসের কিছু টেকনিক্যাল অ্যাসপেক্ট আছে অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে। হার্টে স্টেন্টিং করার পর চেক করে আবার সেটার জন্য রি-স্টেন্টিং করে অথবা চেক করে দেখতে হয় যে স্টেন্টিংটা ভালোভাবে কাজ করছে কি না এই জিনিসগুলো তো আমরা করতে পারি নাই।’
তিনি বলেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া। দলের পক্ষ থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব, দলের শীর্ষ নেতৃত্ব ও ম্যাডামের পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বাংলাদেশ জার্নাল/এএইচ/এমপি