ঢাকা, বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ আপডেট : ৫ ঘন্টা আগে
শিরোনাম

ঝালকাঠিতে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতারা

  আকরাম হোসেন

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১৬:৫৬

ঝালকাঠিতে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতারা
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বিএনপি নেতা। ছবি: প্রতিবেদক

বিগত সরকারের সময়ে ঝালকাঠিতে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা-মামলা, নির্যাতন, অফিস ভাংচুর ও অগ্নিসংযোগে অভিযুক্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন নিয়মিত বিএনপির রাজনৈতিক প্রোগ্রামে অংশ নিচ্ছেন। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বিএনপির ত্যাগী নেতারা। কখনো কখনো বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের উপরেও চড়াও হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম জামালের আশ্রয়-প্রশ্রয় ও ছত্রছায়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুনর্বাসিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের পদধারী এসব নেতাকর্মীদের সঙ্গে ঢাকায় ও ঝালকাঠিতে একাধিক বৈঠক, কর্মীসভা, রাজনৈতিক প্রোগ্রাম করেছেন জামাল।

গত ১৬ নভেম্বর কাঁঠালিয়া উপজেলা পাইলট স্কুল মাঠে রফিকুল ইসলাম জামালের নেতৃত্বে বিএনপির সুধি সভা হয়। সুধি সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম সিকদার, জাতীয় পার্টির (মঞ্জু গ্রুপ) কাঁঠালিয়া উপজেলার সাধারণ সম্পাদক শাহনিওয়াজ আকন গেন্দু, মহিলা আওয়ামী লীগের রেবা রাণী মন্ডল, সর্বশেষ অনুষ্ঠীত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সমন্বয়কারী ও বিএনপি থেকে বহিষ্কৃত শাজাহান ওমরের ব্যক্তিগত সহকারী জহিরুল হক বাদশা, আওয়ামী লীগ নেতা হাসিব ভুট্টো, সাবেক আওয়ামী লীগের শিক্ষামন্ত্রীর এপিএস আতিকুল ইসলাম রুবেল, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান মারুফ, গৌতম মন্ডল, জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর ফরাজীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির আরও কিছু নেতাকর্মীকে দেখা যায়।

গত ৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডিতে স্টার কাবাব এন্ড রেস্টুরেন্টে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করে রফিকুল ইসলাম জামাল। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর ও সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম মুন্সী। কাঁঠালিয়া উপজেলা কল্যাণ সমিতি এ সভার আয়োজন করে। সমিতির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম সিকদার। তাছাড়াও সমিতির অন্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া আরও কয়েকটি প্রোগ্রাম তাদের তাদের এক সঙ্গে দেখা যায়।

কাঁঠালিয়া উপজেলার সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর বাংলাদেশ জার্নালকে বলেন, ঢাকায় কাঁঠালিয়া উপজেলা কল্যাণ সমিতি একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলো। আমরা সেখানে দাওয়াত পেয়ে গেছি। আগামীতে রফিকুল ইসলাম জামালের এমপি হওয়ার সম্ভাবনা আছে। সেই বিবেচনায় কল্যাণ সমিতি তাকে গণসংবর্ধনা দিয়েছে। দলের বাইরে সবার একটা পেশাগত পরিচয় রয়েছে। তাছাড়া কোনো সংস্থা যদি কাউকে সংবর্ধনা দেয় সেখানে দলের কোনো বিষয় থাকে না।

এসব ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও শঙ্কা দেখা দিয়েছে। তারা বলছে, বাধা-বিপত্তি উপেক্ষা করে গত ১৭ বছর ধরে ত্যাগী নেতা-কর্মীরা দলের জন্য কাজ করেছে। তাদের উপর হামলা-মামলা, জেল, জুলুম, নির্যাতন করেছে আওয়ামী লীগ। এমনকি ৫ আগস্ট দুপুর পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর ও দলীয় নেতা কর্মীদের মারধর, বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির নেতাকর্মীরা। এখন পরিবর্তীত পরিস্থিতিতে সেই আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির নেতাদের নিয়ে রাজনৈতিক কর্মসূচি করছে জেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম জামাল।

অভিযোগের বিষয়ে বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বাংলাদেশ জার্নালকে বলেন, তাদের সঙ্গে প্রোগ্রাম করা আর আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসিত করা এক জিনিস না। তাদের সঙ্গে প্রোগ্রাম আর কর্মী সভা, কমিটিতে নিয়ে আসা আলাদা একটা বিষয়। এরপর যা খুশি লেখতে পারেন বলে ফোন কেটে দেন তিনি।

আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন ঠেকাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে একাধিক চিঠি লিখেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। চিঠিতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় ও তাদের রাজনৈতিক আশ্রয় দেয়ার কারণে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

বাংলাদেশ জার্নাল/এএইচ/এমপি

  • সর্বশেষ
  • পঠিত