মঙ্গলবার রাতে লন্ডনে যাবেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১২:৫৬ আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১৩:২১
উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাত ১০ টায় লন্ডনের উদ্দেশ্য ঢাকা ছাড়বেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার (৬ জানুয়ারি) গুলশানে চেয়ারপারসের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, আগামীকাল রাত দশটায় কাতার আমীরের স্পেশাল এয়ার এম্বুলেন্সে করে ঢাকা-দোহা, দোহা-লন্ডন যাবেন। খালেদা জিয়ার সঙ্গে তার ছোটো ছেলে আরাফাত রহমানের সহধর্মিনী যাবেন। এছাড়াও মেডিকেল বোর্ডের ৬ জন সদস্য, ব্যক্তিগত কর্মকর্তা, কাতারের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সের ৪ জন চিকিৎসক ও চিকিৎসকদের সহকারী থাকবেন।
ডা. জাহিদ বলেন, লন্ডন ক্লিনিক বলে অনেক পুরাতন হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হবে। এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাবেন তিনি। চিকিৎসকরা সেখানে খালেদা জিয়ার পরিক্ষা-নিরিক্ষা করবেন। তাদের (চিকিৎসক) পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
'যুক্তরাজ্য এয়ারপোর্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিনী ডা. জোবাইদা রহমান ও যুক্তরাজ্য বিএনপির দুইজন সদস্য খালেদা জিয়াকে রিসিভ করবেন। সেখান থেকে হাসপাতালে যাবেন।'
ডা. জাহিদ বলেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া। দলের পক্ষ থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব, দলের শীর্ষ নেতৃত্ব ও ম্যাডামের পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বাংলাদেশ জার্নাল/আরএইচ/এএইচ