ঢাকা, মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন বিএনপির নেতারা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ২০:৪৮  
আপডেট :
 ০৫ জানুয়ারি ২০২৫, ২৩:০৬

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন বিএনপির নেতারা
খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান দলটির স্থায়ী কমিটির সদসরা। ছবি: সংগৃহীত

বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন স্থায়ী কমিটির সদসরা।

রোববার রাত সাড়ে ৮টার আগে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান দলটির নেতারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল জানান, ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ।

চেয়ারপারসনের গুলশানের কর্যালয়ে আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তারা সেখান থেকে খালেদা জিয়ার বাসভবনে আসবেন বলে জানান শায়রুল।

এর আগে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। আগামী ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন বিএনপি চেয়ারপারসন। প্রথমে লন্ডনে ছেলে তারেক রহমানের কাছে যাবেন।

বাংলাদেশ জার্নাল/এএইচ/এমপি

  • সর্বশেষ
  • পঠিত