ঢাকা, মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

বিএনপি নেতা খালেক মারা গেছেন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১৭:৫৫

বিএনপি নেতা খালেক মারা গেছেন
বিএনপির সাবেক এমপি এস এ খালেক। ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এস এ খালেক মারা গেছেন।

রোববার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ৩টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দীর্ঘদিন যাবত জটিল নানান রোগে আক্রান্ত ছিলেন এস এ খালেক। গত বুধবার তাকে ইউনাইটেড হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়। গতকাল রাতে ভেন্টিলেটর দেয়া হয়েছিলো।

আজ দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে গিয়েছিলেন। এসময় সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুস সালাম।

আগামীকাল সোমবার দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। গাবতলী মিরপুর শাহী মসজিদে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ জার্নাল/এএইচ/এমপি

  • সর্বশেষ
  • পঠিত