ঢাকা, শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের শোডাউন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৮:২৩

প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের শোডাউন
৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে শোডাউন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি: প্রতিবেদক

সংগঠনের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে শোডাউন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী শোডাউন করে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে যান। সেখানে তারা শ্রদ্ধা নিবেদন করেন। দেশের যে কোন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।

আদনান বলেন, আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই এগিয়ে যাবে। এদেশের মানুষ আগামী নির্বাচনে বিএনপিকে চায়। কারণ বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে এদেশের ভাগ্য পরিবর্তন সম্ভব। ইতোমধ্যে জনগণ ৩১ দফা সংস্কারের বিষয়বস্তু ইতিবাচক হিসেবে গ্রহণ করেছেন। আমরা চাই আগামীতে একটি সমৃদ্ধশীল বাংলাদেশ।

এ সময় নেতাকর্মীরা নানা স্লোগান দেন, 'শুভ শুভ শুভদিন-ছাত্রদলের জন্মদিন', 'প্রতিষ্ঠার এইদিনে-জিয়া তোমায় মনে পড়ে', 'তারেক রহমান বীরের বেশে- আসবে ফিরে বাংলাদেশে', 'এই মুহূর্তে দরকার-নির্বাচিত সরকার, 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা।’

এসময় মিছিলে আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর সানি, সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, ওলিউদ্দিন ওলি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরিফ সিকদার, মেহেদী হাসান সোহাগ, মো. শামীম আকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুহান, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, মেহেদী হাসানসহ ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতৃবৃন্দ।

বাংলাদেশ জানার্ল/এএইচ/এমপি

  • সর্বশেষ
  • পঠিত