বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত সেলিমের পাশে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ২০:২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে আহত সেলিমের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন যাবত তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার (৩০ ডিসেম্বর) তার জরুরি অস্ত্রোপচার হয়। আহত সেলিমের বাড়ি শেরপুরের।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আহত সেলিমকে হাসপাতালে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। এসময় তার মায়ের কাছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়।
সেলিম বলেন, গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গেলে তাকে চিকিৎসা না করে বরং হয়রানি করে বের করে দেওয়া হয়।
ডা. রফিক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তার চিকিৎসার খোঁজ নেন। তিনি বলেন, চিকিৎসা কাজে বাধা দানকারী গত ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট ঐ সকল ডাক্তাররা এখনও বহাল তবিয়তে তাদের স্ব স্ব জায়গায় কাজ করে যাচ্ছেন। অভিযোগ আছে যে, তাদের অনেকেই অন্য এক গোষ্ঠীর সহায়তায় পদন্নোতি কিংবা তাদের চাহিদা মত পোস্টিং করে নিচ্ছেন। দলের পক্ষ থেকে ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলন কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সাহায্য ও পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং চিকিৎসা প্রদানে বাধা দানকারী ঐ সকল চিকিৎসককে জবাবদিহিতার আওতায় আনা হবে।
এসময় উপস্থিত ছিলেন ড্যাব ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি ডা. মো. বদর উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক ডা. নাসিম, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, যুবদলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সহ-সভাপতি ডা. জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের সহ সভাপতি ডা. আউয়াল, স্বেচ্ছাসেবক দলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান, ছাত্রদলের সাবেক স্বাস্থ্য সম্পাদক ডা. এরশাদ মিয়া, প্রাইভেট মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মমি আনসারিসহ ড্যাব নেতৃবৃন্দ।
বাংলাদেশ জার্নাল/আরএইচ/এএইচ