প্রতিষ্ঠাবার্ষিকীতে সময় উপযোগী ছাত্ররাজনীতির প্রতিশ্রুতি ছাত্রদলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ২০:০৮
আগামীকাল ১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীতে সময় উপযোগী ছাত্ররাজনীতি চার্চা ও ছাত্রদের ন্যায়সঙ্গত সকল দাবীর পক্ষে থাকার প্রতিশ্রুতির কথা জানিয়েছে সংগঠনটি।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির জানান, আমরা একুশ শতকের উপযোগী মেধাভিত্তিক এবং বুদ্ধিবৃত্তিক ছাত্ররাজনীতি চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ। আগামীর বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা যাতে দক্ষ মানবসম্পদ হিসেবে ভূমিকা রাখতে পারে আমরা সেদিকে লক্ষ্য রেখে আমাদের নেতাকর্মীদের প্রস্তুত করছি। এছাড়াও রাজনীতির সাথে যুক্ত নয় এমন মেধাবী তরুণদেরকে নিজ নিজ প্রতিভা বিকাশের সুযোগ প্রদান এবং ছাত্রদের ন্যায়সঙ্গত সকল দাবীর পক্ষে আমরা কাজ করছি। সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য।
শিক্ষা, ঐক্য, প্রগতির পতাকাবাহী স্লোগানে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল তিনটি কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সকাল ১১ টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করে সংগঠনটির নেতাকর্মীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান
বেলা ১২ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামের সামনে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। ১৯৭৯ সালের ১ জানুয়ারি সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। ছাত্রদলের প্রধান শ্লোগান- শিক্ষা, ঐক্য, প্রগতি। ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করার জন্য এ ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। তখন জিয়াউর রহমানের জনপ্রিয়তায় অনুপ্রানিত হয়ে ছাত্রদলে যোগ দেন অসংখ্য তরুণ।
বাংলাদেশ জার্নাল/আরএইচ/এএইচ